কোভিড-১৯ মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন “বিজয়ের পথযাত্রা” Ashraful Ashraful Islam Akash প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০ “বিজয়ের পথযাত্রা” এই করোনা প্রাদুর্ভাব এর শুরু থেকে এই পর্যন্ত সকলের সহযোগিতায় অসহায় খেটে খাওয়া দিন আনে দিন খায় এমন ১২০০ পরিবার এর হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছে, যেখানে প্রত্যেক পরিবারে ৪/৫ জন সদস্য থাকলে ৪৮০০/৬০০০ মানুষ এর জন্য ৭ দিন এর খাবার ব্যাবস্থা হবে। সেই সাথে ৩০ টি পরিবার কে অর্থনৈতিক সহায়তা, ৫০ টি পরিবার এর জন্য শিশু খাদ্য সরবরাহ এবং ৩৫০ টিরও বেশি মধ্যবিত্ত পরিবারের জন্য তাদের পরিচয় এবং আমাদের পরিচয় গোপন রেখে রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। সেই সাথে আমাদের #বিজয়ের_পথযাত্রা_পাঠশালা এর ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারে ২ বারে ১ মাস এর খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। তাছাড়া কমিউনিটিকে সুরক্ষিত রাখতে আমাদের সদস্যরা বিভিন্ন আবাসিক এলাকা, বাসা বাড়ি, দোকান, বস্তি এলাকা সহ, রাস্তায় চলন্ত যানবাহনে জীবানু নাশক স্প্রে প্রয়োগ করে আসছে। মধ্যবিত্তদের মাঝে এখনো উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সাধ্যমত চালিয়ে যাচ্ছে। সেই সাথে পথের অসহায় মানুষ এবং রিকশা চালকদের মাঝে কয়েকশ মাস্ক এবং হেন্ডসেনিটাইজার বিতরণ করে। রমজান এর শুরু থেকেই “বিজয়ের পথযাত্রা” গৃহহীন, রাস্তার অসহায় ক্ষুধার্ত মানুষগুলোর কথা চিন্তা করে “বিজয়ের পথযাত্রা” টিম নিজেরাই রান্না করা ইফতার প্যাকেট নিয়ে ১৬ দিনে ৩০০০ এর বেশি মানুষের মুখে খাবার ও হাঁসি ফুটাতে সক্ষম হয়। শহরের রেস্টুরেন্টে গুলো বন্ধ থাকার কারনে নষ্ট/অতিরিক্ত খাবার আর ময়লার ডাস্টবিন/ভাগারে জায়না তাই, অলিতে গলিতে কুকুর বিড়ালগুলি না খেয়ে খেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, তাই বিজয়ের পথযাত্রা টিমের সদস্যরা রাস্তায় রাস্তায় ঘুরে অভুক্ত প্রানীগুলোকে তৃপ্তি সহকারে খাওয়ার ব্যাবস্থা করে যাচ্ছে। “বিজয়ের পথযাত্রা”বরাবর আপনাদের সকলের সহযোগিতায় কাজ করে আসছে, আমরা বিশ্বাস করি আপনারা সাথে থাকলে আমরা আরো অনেক বেশি মানুষের জন্য কাজ করতে পারব ইনশাআল্লাহ। সব শেষে ” বিজয়ের পথযাত্রা” এর সভাপতি মোঃ মোস্তাকিম বিল্লাহ বিজয় বলেন, বিজয়ের পথযাত্রা একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন,যা কিনা প্রতিষ্ঠার পর থেকেই সমাজের কম সৌভাগ্যবান মানুষগুলোর জন্য কাজ করে যাচ্ছে, সংগঠন এর শতাধিক সদস্য নিজেদের পড়াশুনার পাশাপাশি সবাই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গিকারবদ্ধ। সমাজের বিত্তবান শ্রেণী যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসেন দেখবেন একদিন সমাজটা কত সুন্দর হয়ে গেছে। #ন্যায়ের_সাথে_জয়ের_পথে #বিজয়ের_পথযাত্রা #একটি_ব্যতিক্রমধর্মী_সামাজিক_সংগঠন। #দয়া_নয়_দায়িত্ব_থেকে। আপনার মতামত দিন : SHARES স্বেচ্ছাসেবী সংবাদ বিষয়: