সাভারে ড্রিম ফর বাংলাদেশ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ Omar Omar Faruque প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০ স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক দূর্যোগের এই সময়ে প্রকৃত অসহায়দের তালিকা তৈরি করে সাভারে ঈদ উপহার বিতরণ করেছে ড্রিম ফর বাংলাদেশ ফাউন্ডেশন সাভার শাখা। শুক্রবার (২২মে) সাভারে অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবক বৃন্দ। সংগঠনের সাভার জোন ডিরেক্টর মোঃ ইমরান ইমন বলেন “করোনা মহামারী থমকে দিয়েছে আমাদের জীবন। লক ডাউনের সাথে যোগ হয়েছে হাজার দরিদ্র মানুষ এর ক্ষুধা, হাহাকার,মধ্যবিত্তদের না বলা অসহায়ত্ব।আসন্ন ঈদ আর দশটা ঈদের মতো নয়, বেঁচে থাকাটাই সবার বড় চ্যালেঞ্জ,তাই আমাদের নিয়মিত স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে নিজেদের ইচ্ছায় সামর্থ্য অনুযায়ী সকলের সহযোগিতায় আমরা প্রায় শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি”। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোঃ শরিফুল ইসলাম, ক্যাম্পাস ডিরেক্টর রাহিব আহসান,সোহাগ,মোঃ তমিজ উদ্দীন। আপনার মতামত দিন : SHARES স্বেচ্ছাসেবী সংবাদ বিষয়: