ইউনিটি সোস্যাল এন্ড কালচার অরগানাইজেশন (অাসকো) উদ্যোগে খাবার বিতরণ ! Ashraful Ashraful Islam Akash প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ ইউনিটি সোস্যাল এন্ড কালচার অরগানাইজেশন (অাসকো) সামাজিক ও সাংস্কৃতিক মূলক সংগঠনের উদ্যোগে ২২ মে ২০২০ ঢাকা তে রমজানে দারিদ্র্য মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। একসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের- প্রতিষ্ঠাতা উপদেষ্টাঃ এস.এম অালী অাজম,প্রতিষ্ঠাতা সভাপতিঃ মো.ফাহিম রায়হান, সম্পাদকঃ সোহান কাজী রাব্বী, সহঃসম্পাদকঃ অাব্দুল জাহের রানা, সাংগঠনিক সম্পাদক মো.মাহিউল ইসলাম তাজবীর, সাংস্কৃতিক সম্পাদক সামিরা সুফিয়ান, কার্যকরী সদস্য সাদিয়া সুলতানা,। অার্থিক সহযোগিতার ছিলেনঃ এস.এম অালী অাজম, সোনিয়া পারভীন, সজল অাহমেদ, অংকনী চক্রবর্তী, মো.ফাহিম রায়হান, অাব্দুল জাহের রানা, সামিরা সুফিয়ান, মেহেরুন, যোবায়ের অাহমেদ প্রমূখ। অাসকো সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয় ৪ই নভেম্বর ২০১৬ সালে। অাসকো’র মধ্যমে সব সময় অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। এই মহামারি করোনা ভাইরাস এই সময়ে প্রায় অামাদের সংগঠন থেকে খাদ্যদ্রব্য সামগ্রী, খাবার, ইফতার যেমনঃ ২৭ই এপ্রিল ২০২০- খাদ্যদ্রব্য সামগ্রী, ১লা মে ২০২০- খাবার বিতরন, ৮ই মে ২০২০ – খাবার ও বিস্কুট বিতরন, ১৪ই মে ২০২০- মাস্ক ও স্যানেটারাইজ, ১৮ই মে ২০২০- ইফতার বিতরন, ২২ মে ২০২০- ইদের খাদ্যদ্রব্য সামগ্রী বিতরন, ২২ মে ২০২০- ইফতার বিতরন এ পযর্ন্ত বিতরন করা হয়েছে অামাদের সংগঠন শুধু সাহায্যে সহযোগীতা করে যাচ্ছে না পাশাপাশি সাংস্কৃতিক প্রতিভাকে রক্ষা ও এই সময়ে চর্চা জন্য অায়োজন করা হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ অনলাইন অান্তজার্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০, এখানে প্রায় ২০০ এর অধিক সংখ্যাক ৩ টি ইভেন্টে ৯টি ভাগে অনুষ্ঠিত হচ্ছে। অামাদের সংগঠন এ রয়েছে কিছু একঝাঁক সাংস্কৃতিকবান তরুন – তরুনীর মাধ্যমে বাস্তবায়ন হয়। এই মহামারী দিনে অাসকো’র মাধ্যমে কিছু সংখ্যাক মানুষের কাছে খাদ্যসামগ্রী,খাবার, ইফতার সাহায্যে সহযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কাজ করে যাচ্ছে । ইন্নসাঅাল্লাহ, অামরা অামাদের সংগঠন থেকে অারো ভালো ভালো কাজ করে যাবো আপনার মতামত দিন : SHARES স্বেচ্ছাসেবী সংবাদ বিষয়: