নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৩ জন ডিপ্লোমা চিকিৎসক, মোট আক্রান্ত ১২২ জন M. Mijanur M. Mijanur Rahman প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২০ বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা! আজও ০৩ জন ডিপ্লোমা চিকিৎসক করোনা ভাইরাসের শিকার হয়েছেন! করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকদের সর্বশেষ খবর (প্রতিবেদন-কেকাপ, বিডিএমএ ২৯-০৫-২০২০ ইং):- ————————————————- বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী- * গত ২৪ ঘন্টায় নতুন ডিপ্লোমা চিকিৎসক আক্রান্তের সংখ্যা ০৩ জন। * এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-১২২ জন। * এপর্যন্ত মোট চিকিৎসাধীন আছেন-৬৫ জন। * নতুন সুস্থতার খবর নেই, এপর্যন্ত মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন-৫৬ জন। * নতুন কোন মৃত্যু নেই। * গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সিলেট জেলার কানাইঘাট উপজেলার একজন ডিপ্লোমা চিকিৎসক করোনা ভাইরাস পজেটিভ হয়ে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত সকল ডিপ্লোমা চিকিৎসক সহ সকল আক্রান্ত রোগীদের আশু রোগমুক্তি কামনা করছি এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়া সকল ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গভীর রাতের শুভেচ্ছা রইলো- ডাঃ মোঃ হাফিজ সারওয়ার সাংগঠনিক সম্পাদক কেকাপ, বিডিএমএ। আপনার মতামত দিন : SHARES চিকিৎসক কলাম বিষয়: