করোনা ও মানবতা:ঢাকা মেডিকেল করোনা ইউনিট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

ডা.শামীমুর রহমান

করোনা শুরু হওয়ার পর বিভিন্ন মিডিয়াতে দেখলাম সন্তানেরা করোনা আক্রান্ত সন্দেহে বৃদ্ধ মাকে
জঙ্গলে ফেলে দিয়ে গেছে তখন আমাদের সকলের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল মানবতা আজ কোথায়? পারিবারিক, সামাজিক বন্ধন কোথায় হারিয়ে গেল?

জনাব তায়েব আলী ৬২ বছর বয়স- করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি।
পাশে সেবারত তরুন যুবক উনার ছেলে যে নিজে করোনায় আক্রান্ত নয়, সে এটাও জানে তার বাবাকে
এভাবে সেবা করতে যেয়ে নিজে করোনায় আক্রান্ত হতে পারে। তারপরেও সে তার বাবাকে দিনরাত সেবা দিয়ে
যাচ্ছে। সে আইসিইউতে থেকে চোখের সামনে
দেখছে করোনায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর কোলে ঢলে
পড়তে। তারপরেও সে এখানে নিরবিছিন্নভাবে তার বাবাকে সেবা দিয়ে যাচ্ছে যাতে যমদূত তার বাবাকে তার
কাছ থেকে কেড়ে না নিতে পারে।সারাদিন পরিশ্রম করে যখন সে ক্লান্ত তখনও সে বাবাকে ছেড়ে যায়নি। বাবার বিছানাতেই শুয়ে পড়েছে।
এ এক অনন্য মানবতা, অনন্য আবেগ যা সবকিছুকে ছাপিয়ে যায়। নিজের জীবনকে তুচ্ছ প্রতিপন্ন করে মানবতাকে এরাই টিকিয়ে রেখেছে। স্যালুট হে বীর।
আল্লাহ যেন তার বাবাকে সুস্থ করে দেন সেই সাথে তাকেও যেন সুস্থ রাখেন।
অনুলিখন :ডা.রিফাত আল মাজিদ

আপনার মতামত দিন :