সিনিয়র কনসালটেন্ট হলেন দুই চিকিৎসক Emon Emon Chowdhury প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০ সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পেলেন দুইজন চিকিৎসক। আজ রোববার (৭ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-৩ অধিশাখার উপসচিব উম্মে রেহানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৫ম গ্রেডে ৪৩,০০০-৬৯৮৫০ টাকা বেতনক্রমে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো। তারা হলেন: চর্ম ও যৌন বিভাগের ডা. তাবিন্দা আনজুম আজিজ ও ডা. মো. খোরশেদ আলম মন্ডল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) হিসেবে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। এতে উল্লেখ করা হয়, ডা. তাবিন্দা আনজুম আজিজকে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার করার পাশাপাশি কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সরকারি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি কুয়েত মৈত্রীতে সংযুক্ত থাকার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জুনিয়র কনসালটেন্ট (স্কিন ও ভি ডি) হিসেবে কর্মরত আছেন। আর ডা. মো. খোরশেদ আলম মন্ডলকে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডার্মেটোলজি (স্কিন ও ভি ডি) হিসেবে পদায়ন করা হয়েছে। বর্তমানে তিনি একই হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে সংযুক্ত থাকার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ১৪ জুনের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পর দিন পূর্বাহ্নে স্ব-স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলিপদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পদায়নকৃত কর্মকর্তাগণের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ে অবহিত করবেন। লিয়েন/প্রেষণ/শিক্ষাছুটি ভোগরত কর্মকর্তাগণ লিয়েন/প্রেষণ/শিক্ষা শেষে যোগদানের পর পদোন্নতি/পদায়ন কার্যকর হবে। মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাগণ মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি/পদায়ন কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তা বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে কর্মস্থলে মুভ ইন হবেন। আপনার মতামত দিন : SHARES চিকিৎসক কলাম বিষয়: