ডিপ্লোমা চিকিৎসক জাতির আরেক শ্রেষ্ঠ সন্তানের চিরবিদায় M. Mijanur M. Mijanur Rahman প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ শোক সংবাদ– ——————– একজন ডিপ্লোমা চিকিৎসক, একজন সুবক্তা, একজন সাহসী সংগঠক, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। হ্যাঁ, তিনি ডা. সাইফুদ্দিন আনোয়ার ভাই একাধিকবার মুন্সীগঞ্জ জেলা বিডিএমএ’র সভাপতি ছিলেন। বিডিএমএ’র জাতীয় নির্বাচনে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারও ছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ স্বাডিচিপ, মুন্সীগঞ্জ জেলা শাখার বর্তমান সভাপতি। ডা. সাইফুদ্দিন আনোয়ার ভাই সাম্প্রতিক সময়ে দূরারোগ্য-কর্কট রোগে আক্রান্ত ছিলেন এবং হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে আজ ১৮-০৬-২০২০ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ডিপ্লোমা চিকিৎসক জাতি হারিয়েছে একজন সাহসী, প্রতিবাদী সংগঠককে। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এই সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। মহান রাব্বুল আলামীনের দরবারে এই প্রার্থনা করছে যে, তিনি যেন মরহুমকে বেহেশতের সর্বোচ্চ আসনে আসীন করেন। তার সাথে সাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং আল্লাহ পাক যেন তাদেরকে শোক সংবরণ করার তাওফিক দান করেন…আমীন। শোকাহত… ডা. এম. মিজানুর রহমান (জনস্বাস্থ্যবিদ) সাবেক- তথ্য, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন- বিডিএমএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সাংগঠনিক সম্পাদক, পাবলিক হেলথ্ স্পেশ্যালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ- পিএইচএসএবি, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। আপনার মতামত দিন : SHARES অন্যান্য বিষয়: