উৎসর্গ-চাদঁপুর জেলা শাখার উদ্যোগে ভালবাসার উপহার বিতরণ !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

ভালোবাসার_উপহার

অদৃশ্য এক অনুজীবী থমকে দিয়েছে পুরো পৃথিবীকে। লক্ষ প্রাণও কেঁড়ে নিয়েছে এই করোনা ভাইরাস। এর থেকে বাঁচার উপায় ঘরে থাকা। কিন্তু জীবন বাঁচাতে তো জীবিকার প্রয়োজন! ঘরে থাকলে তো ক্ষুদা মেটে না। সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নীরব কান্না কেউ দেখে না। নিজের চোখের অশ্রুজলগুলোকে তারা আড়াল করতে শিখে গেছে, তাই কারো কাছে হাত না পেতে কোনভাবে দিনাতিপাত করছে এই মানুষগুলো। লকডাউন শিথিল হলেও বহু নিম্ন আয়ের মানুষের রুজি রোজগার বন্ধ আর থাকলেও এখন আর আগের মতো নেই।

এমন পরিস্থিতিতে এই সব মানুষের পাশে এসে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি আমরা। চাঁদপুরে করোনার কারণে কষ্টে থাকা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছে ‘ভালোবাসার উপহার’ নিয়ে গেছে উৎসর্গ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার স্বেচ্ছাসেবীরা। মানুষের মুখে সামান্য একটু হাসি ফুটানোর চেষ্টা করেছি আমরা। ভালো থাকি, ভালো রাখি।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উৎসর্গ চাঁদপুর জেলার সকল স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে আমাদের সহায়তা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন চাদঁপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সহ সকল স্বেচ্ছাসেবীরা।

“জীবনের প্রয়োজনে জীবন,
মানবতার সেবায় উৎসর্গ।”

আপনার মতামত দিন :