উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষদের ঔষধ বিতরণ !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

আশরাফুল ইসলাম আকাশঃ

আজ ১৩ জুলাই সোমবার দুপুর ১২ টায় উৎসর্গ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার ব্যবস্থাপানায় অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ ও করোনা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুপুর ১২ টা থেকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড, বাসস্ট্যান্ড, চেয়ারম্যানঘাট, ষোলঘর, বাবুরহাট ও উত্তর মৈশাদী এলাকায় বিনামূল্যে এ ঔষধ বিতরণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবকরা একজন মেডিক্যাল বিভাগের ডিপ্লোমিস্টের পরামর্শ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়ার ঔষধ ও খাবার স্যালাইন পৌঁছে দেন।

সংগঠনের জেলা সভাপতি মোঃ সালাউদ্দিন খান জানান, বর্তমানে চারিদিকে সবার মনে শুধু করোনা ভাইরাসের আতঙ্ক। সাধারণ জ্বর, সর্দি কিংবা কাশি হলেও মানুষ এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। অনেক সময় সাধারণ অসুখ নিয়ে মানুষজন ছুটছে ডাক্তার আর হাসপাতালে। আর সাধারণ অসুখের চিকিৎসা করাতে গিয়ে কেউ কেউ সে জায়গা থেকে করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের বিপদের শেষ নেই। কারণ কর্মহীন ও অসহায় মানুষের জন্য খাবার জোটানোই এখন কষ্টকর। সেখানে সাধারণ চিকিৎসার জন্য ভালো ডাক্তার দেখিয়ে ঔষধ কিনা তাদের সাধ্যের বাইরে। তাই আমরা চেষ্টা করেছি বিনামূল্যে ঔষধ দিয়ে এসব মানুষের পাশে থাকার। সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান জানান, নিম্নবিত্ত মানুষের মধ্যে করোনা সচেতনতা অনেকটাই কম। তাই তারা অসুস্থ হলেও চিকিৎসা নিচ্ছে না। ফলে অন্য মানুষের সাথে মেশার কারণে সংক্রমণ বেড়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করেছি। আমাদের এই সচেতনতা কার্যক্রমে আশা করি মানুষজন করোনা নিয়ে আরো সতর্ক থাকবে।

সচেতনতা কার্যক্রম ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস,যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুল শুভ,সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শাহেদ, সদস্য মেসবাহ উদ্দিন, রাজিবসহ প্রমুখ।

আপনার মতামত দিন :