চিকিৎসায় অনিয়ম: ঢাকায় ২ হাসপাতাল বন্ধের নির্দেশ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০

চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণাসহ নানা অনিয়মের দায়ে ঢাকার ধামরাইয়ে ২টি বেসরকারি হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মাইনুল আহসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা।

তিনি জানান, উপজেলার বেসরকারি হাসপাতাল নবায়নের জন্য আবেদন করা ১০টি হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে দুইটি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসক না থাকায় তাৎক্ষনিকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। এছাড়া নতুন রোগী ভর্তি না করার নির্দেশনাও দেন তিনি। একইসঙ্গে হাসপাতালের কাগজপত্রসহ উল্লেখ করা চিকিৎসকের মেডিকেল সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বন্ধ ঘোষণা দেওয়া হাসপাতাল হলো- ধামরাইয়ের শ্রীরামপুরের মমতাজ বদরউদ্দিন জেনারেল হাসপাতাল ও কালামপুরের ধামরাই হারুন জেনারেল হাসপাতাল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন এলাকার ১০টি বেসরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মাইনুল আহসান।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ২৩ আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্যকারীদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

আপনার মতামত দিন :