উৎসর্গ ফাউন্ডেশনের সমন্বয়ক কমিটির সভাপতি মুজাহিদ, সাধারণ সম্পাদক সোহান !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০
আশরাফুল ইসলাম আকাশঃ   
সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের  জাতীয় স্বেচ্ছাসেবী  সমন্বয়ক কমিটির সভাপতি মো. আবু জাফর মুজাহিদ এবং সোহানুর রহমান সোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া উৎসর্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয়  কার্যালয়ে দেশের ৬৪ জেলার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটে তারা নির্বাচিত হন। নির্বাচন কমিশনার  ছিলেন উৎসর্গ ফাউন্ডেশনের গভর্নিং বডির চেয়ারম্যান ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক তানজিনা খান, সদস্য খোরশেদ আলম  মুজিবুল হক এবং জাকির হোসেন।
সংগঠনের জনসংযোগ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ৪৫ সদস্যের নির্বাচিত এ কমিটি এক বছর দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ‘জীবনের প্রয়োজনে জীবন’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে উৎসর্গ ফাউন্ডেশন। ফাউন্ডেশনকে গতিশীল করতে স্বেচ্ছাসেবক সমন্বয়ক কমিটি কাজ করে। উৎসর্গের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের মাঝে খাবার বিতরণ, বিভিন্ন দুুর্যোগে জনসচতেনতা সৃষ্ট এবং মানবিক সহায়তা, করোনাকালে সরকারি-বেসরকারি ও বিভিন্ন গণমাধ্যম অফিসে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে জীবাণুনাশন ছিটানো।
আপনার মতামত দিন :