চোঁখে না দেখলে বুঝতাম না,সুস্থ্যতা কত বড় নেয়ামত- কণ্ঠশিল্পী আসিফ। পরিদর্শন সিআরপি।। Mhd Nurnobi Mhd Nurnobi Tanmoy প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ মোহাম্মদ নূরন্নবী তন্ময়, সিআরপি (সাভার) ক্যাম্পাস প্রতিনিধি।। গত ৩ই ডিসেম্বর ছিল বিশ্ব পক্ষাঘাতগ্রস্থ দিবস। সেই দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক বন্ধুর দাওয়াতে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পূনর্বাসন কেন্দ্র (সিআরপি) তে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘আসিফ আকবর’। পরে তিনি গান পরিবেশন ও সিআরপি পরিদর্শন করে নিজ ফেসবুকে তুলে ধরেন মনের আবেগী কিছু কথা। বেশ সাঁড়া জাগানো পোস্টে ‘আসিফ আকবর’ বিভিন্ন দিক তুলে ধরে বলেন- “বন্ধু সোহেল অটোরিক্সার আঘাতে পঙ্গুত্ব বরন করেছে। খুব কষ্ট লাগে একটা তরতাজা লড়াকু সৈনিকের অসহায় আত্মসমর্পনে। ভাবতাম সোহেল খুব মানসিক কষ্টে আছে।আমার ধারনা সম্পূর্ন ভুল। সোহেল বলে- আমাকে মেনে নিতে হবে বাস্তবতা। আমার এই অবস্থার জন্য কেউ যেন বিরক্ত বোধ না করে। সোহেলের দাওয়াতে গিয়েছিলাম পক্ষাঘাতগ্রস্থদের পূণর্বাসন কেন্দ্র সিআরপি( CRP) সাভারে। মিস ভেলরী টেলর একজন ভিনদেশী, তিনি দেশব্যাপী গড়ে তুলেছেন এক অমোঘ ভালবাসার নেটওয়ার্ক। আমিও নিজেও আঘাতপ্রাপ্ত ছোটবেলা থেকে। আজো ফিজিও থেরাপী নিয়ে চলছি, বাকী জীবন চলতে হবে। তবুও কাজ করে যাচ্ছি বিরামহীন। সিআরপি ভিজিটে গিয়ে দেখলাম আরেক জগৎ। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের কপালপোড়া রোগী। কেউ জন্ম থেকে, কেউ পরিস্থিতির শিকার। মিস ভেলরী টেলর এবং উনার অফিসিয়ালগন মায়ার সংসার পেতেছেন সেখানে। সীমাহীন ধৈর্য্য আর মানবসেবার ব্রত নিয়ে উৎস্বর্গ করেছেন নিজেদের জীবন। এতো জটিল শারীরিক অক্ষমতা নিয়ে বেঁচে থাকার অদম্য আকাঙ্খায় লড়ে যাচ্ছে প্রতিটি জীবন। অথচ আমরা সুস্থ্য সামর্থ্য জানোয়ার কাম মানুষরা ব্যস্ত আছি কামনা বাসনায়। সিআরপিতে আমার আব্বাও ছিলেন। তখন উনাকে দেখতে যাইনি, কারন অতীতের হাসপাতাল ভীতি। এবার গিয়েছি গায়ক হিসেবে। সঙ্গী ছিল গায়ক কিশোর, তরুন ভাই আর বন্ধু নবীন। বিস্তারিত গল্প অবশ্যই পরে আস্তে আস্তে জানাবো। পুরো সিআরপি ঘুরে দেখেছি। ছোট্ট শিশু থেকে স্মৃতিবিস্মৃত মানুষদের সাথে মিশেছি। কি নিদারুন শারীরিক কষ্ট নিয়ে মানুষগুলো বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে হাসিমুখে। সৌভাগ্যক্রমে তারা আমাকে চেনে। কথা বলতে না পারলেও আমার প্রতি তাদের আবেগগুলো আপ্লুত করেছে আমায়। আমার গানকে ভালবেসে গায়ক আসিফের দিকে তাদের চাহনীগুলো স্বপ্ন হয়ে আছে বুকের গহীনে। সুস্থ্যতা আল্লাহর কত বড় নেয়ামত নিজের চোখে না দেখলে বুঝতাম না। সিআরপি’তে গিয়ে একটা অর্জন হয়েছে আমার জীবনে- আমি মাদার তেরেসা’কে দেখিনি, মিস ভেলরী টেলর এবং তার সংসার দেখে এসেছি। বারবার যাবো তাদের সান্নিধ্যে ইনশাআল্লাহ… বেঁচে থাকা, ভাল থাকা এবং ভাল রাখার আহ্বান রইলো সবার প্রতি… ♥ভালবাসা অবিরাম♥ আপনার মতামত দিন : SHARES অন্যান্য বিষয়: