৩৯ এ নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৫৩৫ জনের স্বাস্থ্য প্রতিবেদন প্রেরণে নির্দেশ Emon Emon Chowdhury প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নিয়োগের জন্য ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য হতে নন-ক্যাডার হিসেবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রেরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ অধিশাখার উপসচিব আবু নুর মো. শাসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ অনুযায়ী ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ তবে, ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন এমবিবিএস ডিগ্রিধারী পরীক্ষার্থীদের মধ্য হতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৯ম গ্রেডভুক্ত নন-ক্যাডার ‘মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)’/সমমানের ৫৩৫টি স্থায়ী শূন্য পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক মেধা ও কোটা পদ্ধতি অনুসরণের সংযুক্ত পাতায় বর্ণিত প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ অবস্থায় সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিষ নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ৪ (৩) উপধারা অনুযায়ী কোনো চাকরি প্রার্থী অনুরূপ নিয়োগের জন্য যোগ্য কিনা এবং কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণের কারণে কিংবা অন্য কোনো কারণে দৈহিক বৈকল্যে ভুগছেন কিনা, যাতে তার দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে—এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রেরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ►স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি আপনার মতামত দিন : SHARES নোটিশ বোর্ড বিষয়: