বেসরকারি হাসপাতালে ওটি সহযোগী থাকবেন নিবন্ধিত চিকিৎসক

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

ফরিদপুরের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অপরেশনের সময় সার্জনদের সাথে অপরেশন থিয়েটার (ওটি) সহযোগী হিসেবে একজন রেজিস্ট্রার চিকিৎসক রাখার আহ্বান জানিয়েছে জেলা সিভিল সার্জন। হাসপাতালগুলোতে ওটি সহযোগী হিসেবে নার্স, সেকমো, ওটিবয় ও আয়ারা কাজ করে আসছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহামান স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালককে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আপনাকে জানানো যাচ্ছে যে, ফরিদপুর জেলার অধীন বিভিন্ন উপজেলাসহ জেলা শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শনকালে কর্তৃপক্ষ লক্ষ্য করেন যে, উক্ত প্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন ধরনের অপারেশনের সময় তাদের কাজে সহায়তার জনা ওটি সহযোগী হিসেবে হিসাবে নার্স,আয়া,সেকমো, ওটিবয় বা অন্যদের ব্যবহার করেন এবং তাদের নাম ওটি রেজিস্ট্রারভুক্ত থাকে। অথচ একজন সার্জনকে তার কাজে সহায়তা রার জন্য সহযোগী হিসাবে একজন নিবন্ধিত এমবিবিএস চিকিৎসক থাকার কথা। বিষয়টি দুঃখজনক এবং বিব্রতকর ।

এ অবস্থায় ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যে সকল সার্জন অপারেশন করবেন তাদেরকে ইতিমধ্যে এই বিষয়ে অবগত করা হয়েছে। তারা বিষয়টি অনুধাবনকরে সিভিল সার্জন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন। অন্যান্য সার্জদেরও এর মাধ্যমে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জনের চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তেরের মহাপরিচালক, দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালক (প্রশাসন), ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক, বেসকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সাভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

►চিঠিটি দেখতে ক্লিক করুন

আপনার মতামত দিন :