সহযোগী অধ্যাপক পদে ১২৫ চিকিৎসকের যোগদানপত্র গ্রহণ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন বিভাগের ১২৫ চিকিৎসকের সহযোগী অধ্যপক পদে যোগদানপত্র গহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে পার-১ শাখার ১৮ অক্টোবর ২০২০ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৩২.১৯-৬৮৭ নং আদেশের মাধ্যমে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত আদেশে বর্ণিত কর্মকর্তাদেরর যোগদানপত্র গৃহীত হলো।

সহযোগী অধ্যাপক পদে যোগদান পাওয়া চিকিৎসকদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd -তে পাওয়া যাবে।

রাষ্ট্রপতির আদেশে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যোগদান করা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

আপনার মতামত দিন :