এফসিপিএসসহ সকল পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফি জমার সময় বাড়লো

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০

মহামারি করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠেয় এফসিপিএসসহ সকল পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার সময় আগামী ৭ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ কলেজ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)।

আজ বৃহস্পতিবার (২৮ মে) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ কলেজ ফিজিশিয়ানস এন্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠেয় এফসিপিএস পার্ট-১, এফসিপিএস পার্ট-২ (প্রিলিমিনারি), এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস পরীক্ষার অনলাইন নিবন্ধকরণ এবং পরীক্ষার ফি প্রদানের সময় আগামী ৭ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

আপনার মতামত দিন :