নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৫ জন ডিপ্লোমা চিকিৎসক, মোট আক্রান্ত ১৭৫ জন

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০
১২-০৬-২০২০ ইং
দুঃখের বিষয় যে, দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকের সংখ্যা, আজও আক্রান্ত ০৫ জন!
 
করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকদের সর্বশেষ খবর (প্রতিবেদন-কেকাপ, বিডিএমএ):-
——————————————————
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী-
 
* গত ২৪ ঘন্টায় নতুন ডিপ্লোমা চিকিৎসক আক্রান্তের সংখ্যা-০৫ জন।
* এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-১৭৫ জন।
* এপর্যন্ত মোট চিকিৎসাধীন আছেন-৯৫ জন।
* এপর্যন্ত মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন-৭৯ জন।
* এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন-০১ জন।
 
* গত ২৪ ঘন্টায়-
ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং ফরিদপুর জেলা বিডিএমএ এর শীর্ষ নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছয়ানি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত একজন নারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
 
* বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত সকল ডিপ্লোমা চিকিৎসক সহ সকল আক্রান্ত রোগীদের আশু রোগমুক্তি কামনা করছি।
 
* সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়া সকল ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি লালগোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
 
* মৃত ডিপ্লোমা চিকিৎসকের আত্মার মাগফিরাত কামনা করছি।
 
সবার মঙ্গল কামনায়–
ডাঃ মোঃ হাফিজ সারওয়ার
সাংগঠনিক সম্পাদক-বিডিএমএ, কেকাপ।
আপনার মতামত দিন :