অধ্যাপক হলেন অর্থোপেডিক সার্জারির দশ চিকিৎসক

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের দশ চিকিৎসক। তাঁদের প্রত্যেককে অর্থোপেডিক সার্জারির অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে অর্থোপেডিক সার্জারি বিষয়ের অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নাতি পাওয়া চিকিৎসকরা হলেন,  কুমিল্লা মেডিকেল কলেজের ডা. খালেদ মাহামুদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. এ.এইচ এস এম কামরুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. সাইদুল ইসলাম, ডা. গোলাম সারোয়ার ও ডা. ফখরুল আমিন খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. এসএম আমির হোসেন, জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ডা. কাজী শামীম উজ্জামান, ডা. মো. ওয়াহিদুর রহমান ও ডা. মোনায়েম হোসেন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রেজাউল আলম।

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের উপসচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

আপনার মতামত দিন :