স্বাস্থ্যবিধি উপেক্ষা: চেয়ারম্যান, মেম্বার, ইমামের জরিমানা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

করোনা পরিস্থিতিতে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় বরিশালের উজিরপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, মেম্বার ও ইমামসহ ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ ডিসেম্বর) এ জরিমানা করা হয়।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ দিন সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণতি বিশ্বাসের নেতৃত্বে অভিযান শুরু হয়।

উপজেলা পরিষদ এলাকা, ইচলাদী ও শিকারপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে মাস্ক না পরায় চেয়ারম্যান, মেম্বার ও ইমামসহ ১২ জনের কাছ থেকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানের কথা শুনে বিভিন্ন ব্যক্তি পকেট ও ব্যাগ থেকে বের করে তড়িঘড়ি করে মাস্ক পরেন। এছাড়া অনেকে মাস্ক পরলেও নাকমুখ থেকে সরিয়ে থুতনিতে ঝুলিয়ে রাখেন। এ সময় নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অসহায়, হতদরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন।

আপনার মতামত দিন :