আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্তে সংশ্লিষ্টদের ধন্যবাদ স্বানাপের Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ৮ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্তে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বানাপ মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ বৈশ্বিক মহামারী রূপ নিয়েছে এবং বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। করোনাভাইরাসে দেশে স্বাস্থ্যকর্মীরা তুলনামূলকভাবে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। জাতির এ ক্রান্তিলগ্নে উন্নত সেবা নিশ্চিত করতে ৬০০০ নার্স ও ২০০০ চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সিদ্ধান্তে স্বাধীনতা নার্সেস পরিষদ প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে স্বানাপ। পাশাপাশি এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছে। আপনার মতামত দিন : SHARES নার্সিং সংবাদ বিষয়: