আট বেসরকারি নার্সিং কলেজে এমএসসি কোর্স চালু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

সরকারি নার্সিং কলেজগুলোর পাশাপাশি আট বেসরকারি নার্সিং কলেজকে দুই বছর মেয়াদি এমএসসি ইন নার্সিং কোস চালুর অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার (২৫ অক্টোবর) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, গত ১১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিনির্ধারণী কমিটির সভার সুপারিশ অনুসরণে উল্লেখিত বেসরকারি নার্সিং কলেজগুলোতে দুই বছর মেয়াদি এমএসসি ইন নার্সিং কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তে নির্দেশক্রমে প্রদান করা হলো।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, রাজধানী ঢাকার মিরপুরের সাইক নার্সিং কলেজ, বরিশালের রাজধানী নার্সিং কলেজ, টাঙ্গাইলের কুমুদিনী নার্সিং কলেজ, সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজ, ঢাকার সাভারের প্রিন্স নার্সিং কলেজ, ফদিপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এবং সাভারের এনাম নার্সিং কলেজ। প্রত্যেকটি কলেজকে তার সক্ষমতা অনুযায়ী ভিন্নি ভিন্ন সংখ্যক আসনে ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও ইশরাত জাহান স্বাক্ষরিত অপর আরেকটি বিজ্ঞপ্তিতে পটুয়াখালীর গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজকে দুই বছর মেয়াদি এমএসসি ইন নার্সিং কোর্স চালুর অনুমতি দিয়েছে। প্রতিষ্ঠানটিকে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।

শর্তসমুহ: 
ক. নীতিমালার সকল শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
খ. কর্মরত নার্স শিক্ষকদের রেজিস্ট্রেশণ সনদ অবশ্যই হালনাগাদ নবায়ন রাখা নিশ্চিত করতে হবে।
গ. ভর্তি নীতিমালা যথাযথভাবে অনুসরন করতে হবে।
ঘ. এমএসসি ইন নার্সিং কোর্সের জন্য আলাদা ফ্যাকাল্টি করতে হবে।
ঙ. প্রতিটি বিষয় ভিত্তিক কমপক্ষে দুজন পিএইচডি অথবা নার্সিং বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
চ. এমএসসি ইন নার্সিং কোর্সে শিক্ষার্থী ভর্তির পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি গ্রহণ করতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

আপনার মতামত দিন :