এসবিজিএসএন ৫ম কমিটির সভাপতি রিফাত,সম্পাদক রাসেল Medinewsbd Medinewsbd .com প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ নয়ন হালদার,স্টাফ রিপোটারঃ রাজধানী আজিমপুরে,ফেমাস নার্সিং ইনস্টিটিউটে, অনুষ্ঠিত হয় গতোকাল। ৪র্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি পার্থ ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ১ম কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪র্থ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও বিদায়ী কমিটির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাজল উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন বেসরকারি নার্সিং কলেজের ছাত্ররা, এবং গতো ৪ বছরের কমিটির সকল সদস্যরা। সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস সংগঠন সকল বেসরকারি নার্সিং কলেজ নিয়ে। ৫ম কমিটি অনুমদোন পেলেন সভাপতি মাহবুব হাসান রিফাত,শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ,চতুর্থ বর্ষের ছাত্র। সাধারন সম্পাদক গোলাম রাসেল খান,আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজ,চতুর্থ বর্ষের ছাত্র।মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক, তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও নার্সিং ইউনিটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রথম কার্য নির্বাহী কমিটির সাধারন সম্পাদক সাব্বির মাহমুদ তিহান বলেন সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস সকল বেসরকারি নার্সিং কলেজের সংগঠন, এটা একটি নার্সিং পেশায় উন্নয়ন করার সংগঠন, স্বাস্থ্য সেবার প্রথম স্তরের পরামর্শক হলেন নার্স,উন্নত চিকিৎসা সেবা ব্যবস্থায় ডাক্তারের সহযোগী হিসেবে শু সিক্ষিত নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন রয়েছে।একজন ছাএ/ছাত্রী এই নার্সিং কোর্সটি সম্পন্ন করার পর বাংলাদেশে ও বাংলাদেশের বাহিরে সাথে সাথে চাকুরির ব্যবস্থা রয়েছে। এই কোর্স সম্পন্ন করার পর শত ভাগ চাকুরির নিশ্চয়তা রয়েছে। সফলভাবে প্রশিক্ষন শেষ করার পর সরকারি ও বেসরকারি হাসপাতাল,ক্লিনিক স্বাস্হ্যকেন্দ্র ও এনজিওতে সরাসরি (২য় শ্রেণীর)নার্স পদে চাকুরির সুযোগ রয়েছে। সভাপতি মাহবুব হাসান রিফাত, বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব এবং নার্স মাতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। সোসাইটি অব বাংলাদেশ গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস, মাধ্যমে সকল পেশার সকল উন্নয়ন এবং নার্স চেতনা গড়ে তুলব। নার্সিং একটি সেবামূলক কাজ। একজন নার্স ডাক্তারের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্নভাবে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। নার্সরা তাদের যত্ন ও সুন্দর ব্যবহার দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী একজন নার্স রোগীর সব দায়িত্ব নিজেই বহন করে থাকেন। রোগীদের ওষুধ খাওয়ানো থেকে শুরু করে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সেবা দিয়ে থাকেন নিষ্ঠার সঙ্গে। রোগী যতক্ষণ পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকেন, ঠিক ততক্ষণই একজন নার্স তার সেবামূলক কর্তব্য পালন করে থাকেন।সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস, ভিবিন্ন দরিদ্র ছাত্র ও ছাত্রীদের সাহায্য করেন।২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এসবিজিএসএন। প্রাইভেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ে শুরু থেকেই কাজ করে আসছে এই ছাত্র সংগঠনটি। আপনার মতামত দিন : SHARES নার্সিং সংবাদ বিষয়: