ডা. জাফরুল্লাহ চৌধুরী নার্সদের নিয়ে ‘কটুক্তিমূলক’ মন্তব্য করায় ফুঁসে উঠেছে নার্স সমাজ Medinewsbd Medinewsbd .com প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ নয়ন হালদার : টেলিভিশন টক শোতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী নার্সদের নিয়ে ‘কটুক্তিমূলক’ মন্তব্য করায় ফুঁসে উঠেছে নার্স সমাজ। অনতিবিলম্বে মন্তব্য প্রত্যাহার করে নার্স সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘নার্সদের ২য় শ্রেণির অফিসার পদমর্যাদা দেয়া ঠিক হয়নি। নার্সরা ঠিক মতো কাজ করে না। এজন্য নার্সরা করোনায় আক্রান্ত হচ্ছে না।’ এ বক্তব্য টেলিভিশনে প্রচারের পর পরই দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার নার্স এবং নার্সিং পড়ুয়া শিক্ষার্থীদের বিক্ষোভে ফেটে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জাফরুল্লাহ চৌধুরী বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্ট্যাটাস দেন। সেই সাথে নার্সিং এর বিভিন্ন সংগঠন বাংলাদেশ নার্সেস ( বিএনএ),স্বাধীনতা নার্সেস পরিষদ(স্বানাপ),বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস), সেফটি অব নার্সেস সেফটি এন্ড রাইটসসহ নার্সিং শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ), স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SWO) এর নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এইসময় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SWO)এর সভাপতি এবং বিবিজিএসএনএ এর সহসভাপতি ইমরানুল হক হিমেল বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মান স্বরুপ নার্স জাতিকে ২য় শ্রেণী পদ মর্যাদায় ভূষিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবাহনে নার্সরা তাদের জীবন বাজি রেখে করোনা বিরুদ্ধে মানুষের পাশে থেকে যুদ্ধ করে যাচ্ছেন। ঠিক এই মুহুর্তে ডাঃ জাফরুল্লাহ তার উস্কানিমূলক মূলক বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নার্সদের মনোবল ভেংগে দেওয়া হচ্ছে।আমি বলতে চাই, আগামী ৭২’ঘন্টার মধ্যে উনার ষড়যন্ত্র মূলক উস্কানী বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” আপনার মতামত দিন : SHARES নার্সিং সংবাদ বিষয়: