করোনার শেষাংশ নাকি মহাবিপর্যয় Selim Selim Reja Sobuj প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৬, ২০২০ শেষ ভালো যার সব ভালো তার । এই কথাটি আমরা সবাই জানি , সরকার জানে , রাষ্ট্রও জানে। সংবাদ মাধ্যমে আসতেছে বাংলাদেশে করোনা বিস্তার শেষ অংশে রয়েছে । এ অবস্থায় সব খুলে দেওয়া হচ্ছে । এখন খুলতে হবে কারণ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হবে । এই দুই মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে পারত । কিন্তু হয়নি । কেন হয়নি? সব কথার মূল কথা হল আমরা সচেতন না তাই সাভাবিক হয়নি । সরকার লকডাউন করল, যারা সচেতন তারা খুশি হল কিন্তু সে সংখ্যাটি কম । সরকার লাখ লাখ কোটি টাকা ভর্তুকি দিল, দেশের মানুষের সকল দিকে খতি হল, অভাব দেখা দিল। তবুও সরকার আমাদের বাঁচাতে চেয়েছিল । কিন্তু আমরা লকডাউন মানলাম না । এলাম, দেখলাম, করোনা ভাইরাসে আক্রান্ত হলাম এমন একটা ভাব । যদিও এর জন্য যথাযথ কর্তৃপক্ষ অনেকটাই দায়ী। এখন সব খুলে দিল । রাষ্ট্রের কাজ হচ্ছে দেশের মানুষকে খুশি রাখা। যেহেতু আমরা লকডাউন মানলাম না সুতরাং রাষ্ট্র সব খুলে দিল । আমাদেরকে খুশি করল। আমরা এখন ঘুরে বেরাবো, ইদ শপিং করব, আনন্দ হবে । যারা সচেতন তারা মন খারাপ করবে । কিন্তু সেই সংখ্যা কম । আর রাষ্ট্র সে কাজটাই করেছে । আমাদের এখন হায় হুতাশ করে লাভ নেই ।এখন আমরা সুস্থ থাকব না আক্রান্ত হব এটা আমাদের উপর নির্ভর করবে । এই অসচেতনতার ভীরে অনেক সচেতন আক্রান্ত হতে পারে । এই অবস্থা থেকে যদি করোনা ভাইরাস সাভাবিক নিয়ন্ত্রণে চলে আসে তাহলে অবশ্যই সরকার প্রশংসা পাবে। কিন্তু যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে দেখা দিবে মহা বিপর্যয়। তখন রাষ্ট্র আবার লকডাউন করবে । বর্তমানের চেয়ে 3 গুন বেশি খতি হবে । আর এটা হবে শুধুমাত্র আমাদের অসচেতনতার জন্য । রাষ্ট্রের কাজ রাষ্ট্র করুক আর আমাদের কাজ আমরা করি । আসলে বর্তমানে রাষ্ট্র বিশাল একটা ঝুঁকি নিয়েছ। তবে আমরা অবশ্যই সবাই চাই সব কিছু যেন সাভাবিক অবস্থায় ফিরে আসে । আলোচনায়, মো: আ : মতিন ভূঁইয়া সহকারী অধ্যাপক আইন বিভাগ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। আপনার মতামত দিন : SHARES সম্পাদকীয় বিষয়: