করোনা ভাইরাসে হার না মানা সাহসী যোদ্ধা ডিপ্লোমা চিকিৎসকরা ! Ashraful Ashraful Islam Akash প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, বেকার ডিপ্লোমা চিকিৎসক, বিভিন্ন জেলা হাসপাতালে ইন্টার্নিরত চিকিৎসক এবং অধ্যয়নরত ডিপ্লোমা চিকিৎসক বৃন্দঃ- পৃথিবীর কোন মহৎ কাজ এবং কোন পরিশ্রমই বৃথা যায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত ডিপ্লোমা চিকিৎসক জাতি। করোনা ভাইরাস কোভিড-১৯ পৃথিবী লন্ডভন্ড করে যখন বাংলাদেশকে প্রথম ছোবল মেরেছে, তখন অগ্রণি সৈনিক হিসেবে আপনারাই তা প্রথম মোকাবিলা করেছেন।প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিয়ে যে প্রতিরোধ সৃষ্টি করেছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ প্রাথমিকভাবে করোনা ভাইরাস কোভিড-১৯ দ্রুত মানুষকে আক্রান্ত করতে পারে নাই। প্রাথমিক সৈন্য হিসেবে আপনারাই ছিলেন অগ্রগামী। আর আমি উৎসাহ দিয়ে বিভিন্ন ভাবে আপনাদের সাথে মাঠে ছিলাম, যার কারণে অনেক সিভিল সার্জন মহোদয়, অনেক উপঃ পরিচালক পঃপঃ মহোদয় এবং টিএইচএ মহোদয় আপনাদের কাজের স্বীকৃতি সরূপ আমাকে এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমি আবেগ আপ্লূত হয়েছি আপনাদের কাজের ধারায়। আপনারা জীবন বাজি রেখে সাহসিকতার সাথে যেভাবে কাজ করেছেন তার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী মহোদয়, মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত যোদ্ধাবৃন্দ ও সম্মিলিত দেশবাসী সবাই একদিন আমাদের কাজের স্বীকৃতি দিবে ইনশাআল্লাহ। কাজ করতে গেলে সমালোচনা হবেই এতে দুঃখ করে লাভ নেই। কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক মন্ডলি এবং নোয়াখালী সিভিল সার্জন মহোদয়ের আমাদের পদবি সমন্ধে সম্যক ধারণা নেই, সেই কারণে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদেরকে হেয় করার চেষ্টা করেছেন। তাতে তারা নিজেদের সমাজের কাছে হেয় প্রতিপন্য করেছেন । ওনাদের নামে এর চেয়ে বেশি বলে ওনাদের প্রতিষ্ঠিত করতে চাইনা। ওনাদের জানা উচিত ছিল উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দের চার বছরের কোর্স ও ডিপ্লোমা করা এবং বিএমডিসি হতে নিবন্ধনকৃত। এই না জানাটা ওনাদের পদবীর অজ্ঞতা। যাদের অন্য কারও সাথে তুলনা করা যায় না। এর পরে আমাদের সমন্ধে কিছু লিখতে হলে ভেবে চিন্তে লিখবেন। করোনা ভাইরাসে বিভিন্ন সময় উপসহকারী চিকিৎসক গণ চিকিৎসা দিতে যেয়ে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন অতি শীঘ্রই আরগ্য লাভ করে আবার মানুষের সেবা করতে পারেন। স্বাস্থ্য বিভাগ করোনা ভাইরাসের বিরুদ্ধে চিকিৎসা দিতে সারা দেশে অনেকগুলো হাসপাতাল খুলেছেন। এই সমস্ত জায়গায় দক্ষ স্বাস্থ্য জনবলের প্রয়োজন। উল্লেখ্য যে সারাদেশে প্রায় বিশ হাজার ডিপ্লোমা চিকিৎসক সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করে বসে আছে। তাদের এই জায়গায় পদায়ন করলে আরও তাড়াতাড়ি স্বাস্থ্য সুরক্ষা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই আশা ব্যক্ত করছি। আমার জন্য দোয়া করবেন আপনাদের হুদা ভাই। আপনার মতামত দিন : SHARES ডিপ্লোমা সংবাদ বিষয়: