করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও হাসপাতালে সেবা পাচ্ছেন না ডিপ্লোমা চিকিৎসকগণ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

করোনা আক্রান্ত ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণের খোঁজ খবর :

চিকিৎসা সেবা প্রদানকারী ডিপ্লোমা চিকিৎসকগণ করোনায় আক্রান্ত হয়েও আজ অবহেলিত,
তাদের সাথে যোগাযোগ করে জানা গিয়েছে কিছু সমস্যার কথা
১. এখনো তাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়নি,
২. এক রুমে অবস্থান করছেন তারা তিনজন(একজন পুরুষ দুজন মহিলা) নেই কোনো প্রাইভেসি,
৩. প্রয়োজনে ডাকলে পাচ্ছেনা কাউকে,
৪. তিনবেলা খাবার হসপিটালের পক্ষথেকে নিয়মিত দেওয়া হচ্ছে না,
৫. গরম পানি করার জন্য নেই কোনো ব্যবস্থা, এবং তাদেরকে যে রুমে রাখা হয়েছে সেখানে চিকিৎসা অক্সিজেন সিলিন্ডার আর নেবুলাইজার মেশিন রয়েছে।

এমতাবস্থায় উক্ত হসপিটাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও নূন্যতম মানবিক দৃষ্টিতে দেখে সমস্যা গুলো সমাধান করার জন্য অনুরোধ করেছেন।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান যোগাযোগ করে এই তথ্যটি নিশ্চিত করেছেন এবং তিনি সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন।

আপনার মতামত দিন :