বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতির প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২০ খোলা চিঠি ———– মা জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে। মা জননী,প্রথমে শ্রদ্ধা পূর্ন সালাম,আপনার চরনে। জানি এই কঠিন সময়ে আপনি ভাল নাই,থাকতেও পারবেন না। মারে আল্লাহর অসন”তুষ্টি, আর মানুষের পাপাচারে আজ সমগ্রবিশ্ব অ”বসবাস যোগ্য হয়ে পরার উপক্রম।মা গো মানুষের লোভ, প্রতিহিংসা আজ চরম পর্যায়ে। মারে স্বাস্হ্য বিভাগে সদাই কিছু কর্মকর্তা কর্মচারি,ভিষন বৈষম্য ‘র শিকার। বঙ্গবন্ধু’র সৃস্টি ডিপ্লোমা ডাক্তার গন (যারা ৪ বছরের ডিপ্লোমা এবং যাদের বলা হয় SACMO)তারা এই বৈষম্য ‘র শিকার। মাগো এরা সব উপস্বাস্হ্য কেন্দ্রে অর্থাৎ ইউনিয়ন লেভেলে,আর উপজেলা হাসপাতালে,জেলা হাসপাতালে তারা প্রতিদিন জরুরী সেবা,বহির্বিভাগে সেবা প্রদান করে । প্রতিদিন বিভিন্ন সিফটে তারা রুগী দের সেবাদান করেন, গ্রামে গঞ্জের মানুষ এই ডিপ্লোমা ডাক্তারদের খুব ভালবাসে,কারন এরা সবসময় তাদের কাছে থাকে,প্রতিদিন স্বাস্হ্য সেবা দেয়। মারে কোভিট১৯ এ এই ডিপ্লোমা ডাক্তারগন ভাল ভূমিকা রাখতেছেন।মা গো ডাঃ মাইনুদ্দিন স্যার কোভিট যোদ্ধা, মারা গেলেন,সকলে তাকে স্যালুট দিচ্ছে,আমরা তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার অনুরোধ জানাচ্ছি।সাথে কোভিট ১৯ এর যোদ্ধা প্রথম দিকেই আক্রান্ত হয়ে শহীদ হওয়া ডিপ্লোমা ডাক্তার”সেলিম আকন্দ”যিনি নারায়নগঞ্জ সদর হাসপাতালে মৃত্যু বরন করেন, তাকেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবার প্রার্থনা জানাচ্ছি। মারে এই ডিপ্লোমা ডাক্তারগন কত সেবা দিচ্ছে,তাদের কথা যদি আপনি দয়াকরে একটিবার বলতেন তারা ধন্য হয়ে যেত। আপনার মুখে স্বিকৃতী, সে যে অনেক বড় পাওয়া। মাগো শুধুমাত্র জেলাসি’র কারনে আজ সচিব, ডিজি এরা ডিপ্লোমা ডাক্তার”দের কথা প্রকাশ করছে না,আপনার ধার কাছেও যেতে দেয় না আমাদের । মন্ত্রী মহদয় ডিপ্লোমা ডাক্তার সম্পর্কে জানেন,তাকে চুপ করিয়ে রাখা হচ্ছে। তাই আপনার সমীপে নিবেদন,একজন ডিপ্লোমা ডাক্তার শহীদ, প্রায় ১৬জন আক্রান্ত হবার পরও কি আপনি কিছু বলবেন না?আপনি মানবতার মা, গনতন্ত্রের মানষ কন্যা,তদুপরি “বঙ্গবন্ধু কন্যা এবং প্রধান মন্ত্রী, তাই আপনার সমীপে মূল্যায়ন কামনান্তে আবার সালাম ও বিদায়। বিনীত হোস্না চাচা। আপনার মতামত দিন : SHARES ডিপ্লোমা সংবাদ বিষয়: