করোনা আক্রান্ত ৩৩ জন ডিপ্লোমা চিকিৎসক, ১ জনের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

COVID-19 বৈশ্বিক মহামারী আক্রান্তের তালিকায় যোগ হলো আরেকজন করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখভাগের যোদ্ধা ডিপ্লোমা চিকিৎসক!
——————————————————-
করোনা ভাইরাসে আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকদের সর্বশেষ খবর (প্রতিবেদন-কেকাপ বিডিএম‌এ):

* বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ডিপ্লোমা চিকিৎসক আক্রান্তের সংখ্যা-০১ জন।

* এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-৩৩ জন।
* এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন-০৪ জন।
* এ পর্যন্ত হোম কোয়ারেনটিনে আছেন-০২ জন।
* এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন-০১ জন।
* এ পর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছেন-২৬ জন।
যশোর জেলাধীন কেশবপুর উপজেলায় কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (প্রেষনে বেনাপোল বন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্ব পালন করেছিলেন) COVID-19 পজেটিভ হয়ে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে করোনা যোদ্ধা আক্রান্ত সকল ডিপ্লোমা চিকিৎসক সহ সকল আক্রান্ত রোগীদের আশু রোগমুক্তি কামনা করছি এবং মৃত ডিপ্লোমা চিকিৎসক সহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তুমি মাহে রমজানের উসিলায় আমাদেরকে রহম কর।
যুদ্ধে সম্মুখসারীতে থাকবো ইনশাআল্লাহ এই দৃঢ়তায়।

ডাঃ মোঃ হাফিজ সার‌ওয়ার
সাংগঠনিক সম্পাদক
কেকাপ, বিডিএম‌এ।

আপনার মতামত দিন :