ডিপ্লোমা চিকিৎকদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

ডিপ্লোমা চিকিৎসা (উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার) দের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
————————————————————————————–
সারা পৃথিবী করোনার ভয়াবহতায় স্থবির হয়ে পরেছে। বাংলাদেশও করোনার ভয়াল থাবায় আক্রান্ত। চিকিৎসা সেবা দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মেডিকেল অফিসার,উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার,নার্স,ও মেডিকেল টেকনোলজিস্ট সহ স্বাস্থ্য মন্ত্রনালয়ের সকল কর্মকতা,কর্মচারীবৃন্দ।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র, এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়োজিত সুন্মুখ সারির করোনা যুদ্ধা হিসেবে দিন রাত চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডিপ্লোমা চিকিৎসক তথা উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সহ বেকার ডিপ্লোমা চিকিৎসকরা।এর মদ্ধ্যে করোনায় চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অনেক উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার।

ডিপ্লোমা চিকিৎসকদের সংঘঠন “বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন”বিডিএমএ এর কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী

* এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-৩৩ জন।
* এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন-০৪ জন।
* এ পর্যন্ত হোম কোয়ারেনটিনে আছেন-০২ জন।
* এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন-০১ জন।
* এ পর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছেন-২৬ জন

সুন্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনা চিকিৎসা সেবায় নিজেদের উৎসর্গ করলেও কোন কোন ক্ষেত্রে তাদের সাথে বৈষম্যমূলক আচরন করা হচ্ছে।ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এমবিবিএস এবং নার্স নিয়োগের ঘোষনা দিলেও উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসারদের বিষয়ে কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন অসংখ্য উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদ ফাকা থাকলেও নিয়োগবিধি না থাকার অজুহাতে নিয়োগ বন্ধ আজ ৭ বছর।নিয়োগবিধি তৈরীর বিষয়ে বরাবরই মন্ত্রণালয়ের দায়িত্তপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীন,মাননীয় প্রধানমন্ত্রীর ফাকা পদ দ্রুত পূরনের ঘোষনা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না,,,এ বিষয়ে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আশা করি তার স্বদয় হস্তক্ষেপে অসংখ্য বেকার ডিপ্লোমা চিকিৎসক নিজেদের করোনা যোদ্ধা হিসেবে গ্রামীন স্বাস্থ্য সেবায় নিজেদের নিয়োজিত করবেন। সবশেষে আল্লাহ তায়ালার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছি।

বেকার ডিপ্লোমা চিকিৎসক দের পক্ষে,,

ডাঃ মোঃ আরিফুল ইসলাম
ডিএমএফ
বিএমডিসি রেজি নং-ডি ৭৪৮৮
সিরাজগঞ্জ

আপনার মতামত দিন :