ডিপ্লোমা চিকিৎকদের স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচির আহ্বান !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ১, ২০২০

ঢাকা ও ঢাকার আসপাশের ডিএমএফদের দৃষ্টি আকর্ষণ করে , দ্রুত ডিএমএফদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের দাবিতে আগামী ৩মে_সকাল ৯.৩০ মিনিটে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মূখে অবস্থান কর্মসূচি আহ্বান জানিয়েছে ডিপ্লোমা চিকিৎসকেরা।

উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে যোগ দেওয়ার অনুরোধ করছেন ডিপ্লোমা চিকিৎসকগন।

ত্রিশ হাজার দক্ষ জনবলদের বাদ দিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা ও করোনা প্রতিরোধের কথা চিন্তা করা নীতিনির্ধারকদের আহাম্মুকির বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়।গ

 

আপনার মতামত দিন :