SACMO পদে নিয়োগের জন্য বেকার ডিপ্লোমা চিকিৎসকদের স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি ! Ashraful Ashraful Islam Akash প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ৩, ২০২০ করোনা পরিস্থিতি মোকাবেলায় উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা চিকিৎসকরা। রবিবার (৩ মে) সকাল ১০ টা থেকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাস্তবায়ন পরিষদের ব্যানারে শত শত ডিপ্লোমা চিকিৎসকদের অংশগ্রহণে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল – বিএমডিসির রেজিষ্টার ভুক্ত…. ডিপ্লোমা চিকিৎসক – ডিএমএফদের প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম ভিত্তিক চিকিৎসা সেবায় কাজে লাগানো রাষ্ট্রের দায়িত্ব। ৩০ হাজারের অধিক রাষ্ট্রযন্ত্রের গ্যাঁড়াকল এ থাকা বেকার ডিপ্লোমা চিকিৎসক – ডিএমএফ দের এ মাহামারী কোভিড-১৯ এ রাষ্ট্রের জরুরী সময়ে কাজে লাগানো প্রয়োজন। আপনার মতামত দিন : SHARES ডিপ্লোমা সংবাদ বিষয়: