কোভিড-১৯ রোগীর সেবা দিতে গিয়ে, খলিলুর এখন রোগীর বেডে

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

মোহাম্মদ তন্ময় :

‘জীবন বাঁচাতে জীবন দিয়েছি, নিজেরা গিয়েছি মরে’ তবুও হাসপাতাল ছেড়ে পালিয়ে যাইনি, লড়েছি রোগীর সেবাতে ‘ এ প্রবাদের লক্ষ্য নিরালস কাজ করছে একদল স্বাস্থ্যকর্মীরা। প্রতিদিন নিউজের পাতা জুঁড়ে করোনার মহামারীর সাথে বাড়ছে স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের মিছিল, এতিমধ্যে অনেকের মৃত্যুও হয়েছে।

এবার, মহামারী করোনা রোগীর সেবা দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা ও বিবিজিএনএস সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান কোভিড-১৯ তে আক্রান্ত হয়ে বর্তমানে রোগীর বেডে চিকিৎসাধীন। পরিবারের আঁখি রহমান মেডিনিউজকে জানান, তিনি দীর্ঘ কয়েকমাস ধরে করোনা রোগীদের সেবাই নিয়োজিত ছিলেন।

কিছুদিন পূর্বে করোনার উপসর্গ দেখা দেয়, পরে টেস্ট রিপোর্টে পজিটিভ আসায় গত ১১ই এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হন। তার পরিবারের অনান্য সদস্যদের করোনা টেস্টে,এখনো কারো শরীলে ভাইরাস পজিটিভ মেলেনি। এছাড়াও নার্সিং কর্মকর্তা খলিলুল তার নিজ ফেসবুকে হৃদয়স্পর্শময়ী পোস্ট দিয়ে সকলের কাছে দোয়া চান।

আপনার মতামত দিন :