কোভিড-১৯ রোগীর সেবা দিয়ে সিনিয়র স্টাফ নার্সের হৃদয়স্পর্শময়ী ফেসবুক পোস্ট Mhd Nurnobi Mhd Nurnobi Tanmoy প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ মোহাঃ নূরনবী তন্ময়, মেডিনিউজ.কম।। বিশ্বব্যাপি মহামারি করোনার আতঙ্কে যখন মানুষ ঘরে বন্ধি,ঠিক সেই মূহুত্যে কোভিড-১৯ রোগীর সেবার কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এতিমধ্যে বাংলাদেশ সরকার কয়েক হাজারো সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দিয়ে রোগীদের সেবার কাজ পরিচালনা করছেন। এই মরন ব্যধি করোনা ভাইরাসের রোগিদের সেবা দিতে গিয়ে অনেক নার্সের মৃত্যু ও আক্রান্ত হয়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ কোভিড ইউনিটের সিনিয়র স্টাফ নার্স ‘বিপ্রজিত মন্ডল’ গত কয়েকদিন ধরে রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। আজ ১৪দিন কোরেন্টাইন থাকার নির্দেশনা পেয়ে হৃদয়স্পর্শময়ী পোস্ট দিয়ে দোয়া চান সকলের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বিপ্রজিত মন্ডলের’ পার্সনাল ফেসবুক থেকে নেওয়া- #সমাপ্ত_হলো_প্রথম_পর্যায়ের_লড়াই। গত কয়েকমাস ধরে কোভিড তান্ডবে ক্ষত বিক্ষত পুরো বিশ্ব। দিনকে দিন বাংলাদেশ সহ ২১৬ টি দেশের জনগনং গণহারে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে দিশেহারা হয়ে পড়েছে! ভেঙ্গে পড়েছে রাষ্ট্রের গঠনতন্ত্র নামের স্বাস্থ্যব্যবস্থা। পরিস্থিতি পুনঃউদ্ধার এ দিন-রাত এক করে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন পৃথিবীর সকল শ্রেণির যোদ্ধারা। তবে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্ট-লাইন যোদ্ধা হচ্ছেন ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী ও গণমাধ্যম কর্মী। তারই ধারাবাহিকতায় গত ০৬/০৬/২০ শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ কোভিড ইউনিটের ৬০১ নাম্বার ওয়ার্ডে একজন সম্মুখ যোদ্ধা হিসাবে করোনায় আক্রান্ত অসহায় রোগীর সেবায় নিজেকে নিয়জিত রেখেছিলাম যা গতকালের নাইট শিফট এর মাধ্যমে শেষ হয়েছে। উক্ত ০৭ দিনের দায়িত্ব পালনকালে আমি আমার সক্ষমতার সবটুকু উজাড় করে দিয়ে সেবা দিয়েছি। কেবল শুধু সেবা নয়, আমার অন্তরের কোমল স্পর্শ হয়তোবা অনেক বেশি তাদের সঞ্চারিত করেছে। আমারা সকলের সুস্থতা কামনা করি। সৃষ্টিকর্তা যেন এই মহামারী থেকে আমাদের মুক্তি দেন। “গ্রুপ ডি” সহ সকল সম্মুখ যোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইলো। আমাদের এই কষ্ট মনের কুটিরে চাপা থাকবে কারন এর থেকেও বেশি আর্তনাদ, দুঃখ, কষ্ট করোনা আক্রান্ত রোগীরা বা তার স্বজনরা পাচ্ছেন। আমাদের টিম মেম্বারদের ১৪ দিনের কোরেন্টাইন আজ থেকে শুরু হচ্ছে, ঈশ্বরের নিকট প্রার্থনার দাবি রইল যেন আমরা সকলেই সুস্থ থেকে আবার আপনাদের সেবা করতে পারি। আপনার মতামত দিন : SHARES নার্সিং সংবাদ বিষয়: নার্স