করোনা ভাইরাস বনাম মেডিকেল টেকনোলজিস্ট

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা আসে। বাংলাদেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত করোনা ভাইরাস নির্ণয়ের কাজ করছেন মেডিকেল টেকনোলজিস্টরা। অনেক কারণেই রোগীর জ্বর, কাশি, শ্বাসকষ্ট হতে পারে। এসব সমস্যা নিয়ে আসা রোগীর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা খুব জরুরি। কোনো রোগী কোভিড-১৯ এ আক্রান্ত কি না, তা পরীক্ষা ছাড়া বলা যায় না। ঢাকার আইইডিসিআর, চট্টগ্রামের বিআইটিআইডি সহ দেশের প্রতিটি বিভাগের নির্দিষ্ট ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষার কাজ করছেন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টরা। এই মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে স্যাম্পল কালেকশন থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা করছেন দেশের মানুষের স্বার্থে।এমনকি সন্দেহজনক কোভিড-১৯ রোগীর বাড়ি বাড়ি গিয়েও নমুনা সংগ্রহ করছেন।

বিগত ১০ বছর ধরে নিয়োগ বন্ধ থাকায় দেশের অধিকাংশ সরকারী ল্যাবরেটরিতে মেডিকেল টেকনোলজিস্টের পদ শূন্য। কোথাও কোথাও দুই-একজন কর্মরত থাকলেও তা মোট পদের অর্ধেক বা তারও কম। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ল্যাবরেটরি গুলোতে প্রতিদিন রুটিন কাজের প্রচুর চাপ। আগত রোগীদের রেজিস্ট্রেশন, রশিদ প্রদান, নমুনা সংগ্রহ, পরীক্ষা করা, রেকর্ড বুক লিপিবদ্ধ করা, ওয়াস্ট ডিসপোজালসহ সকল কাজগুলো করতে হয় একজন মেডিকেল টেকনোলজিস্টকে। কোনো এটেন্ডেন্ট বা পরিচ্ছন্ন কর্মী ল্যাবরেটরিতে নিয়োগ দেওয়া নেই। প্রতিদিন এই রুটিন কাজগুলো করার পর করোনা রোগীর নমুনা সংগ্রহ করে, নির্ণয় করা অনেক চাপও বটে। ডেঙ্গুর প্রকোপের সময়ও মেডিকেল টেকনোলজিস্ট খুবই কম ছিল। তখন সকলকে হিমশিম খেতে হয়েছিল। দেশের সকল সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টের বড়ই অভাব। সব ল্যাবের কাজ মন্থর। সকলের বুঝা উচিত যত দ্রুত, যত বেশি রোগী পরীক্ষা করা যায়, ততই মঙ্গল। কিন্তু ঘাটতিটা রয়েই গেছে। বিশ্ব মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে রোগনির্ণয়ে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট এর চরম অপ্রতুলতায় মহামান্য আদালতের রায় ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের দ্রুত নিয়োগ প্রয়োজন।

লেখক :
আশীষ শীল শ্রাবণ
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)
রাইটার, মেডি সাকসেস।
উপ-প্রচার সম্পাদক
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ), চট্টগ্রাম।
প্রতিনিধি (এডমিন)
বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি), চট্টগ্রাম।

আপনার মতামত দিন :