মন্ত্রী-এমপি-আমলাদের জেলা সদরে চিকিৎসা নেয়া বাধ্যতামূলক করা হোক

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

দুঃখ নিয়ে বলতে হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা নিয়ে মারা গেলেন বেসরকারী হাসপাতালে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসা নিচ্ছেন বেসরকারী হাসপাতালে, বর্তমান ডিজি চিকিৎসা নিলেন সিএমএইচ হাসপাতালে, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক চিকিৎসা নিচ্ছেন বেসরকারী হাসপাতালে।
এগুলো জাতির জন্য লজ্জার।
তাঁরাই স্বাস্থ্যসেবা ব্যবস্থার কর্ণধার, তাঁরা কেনো সরকারী স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে এমন ভাবে সাজান নাই যেখানে তাঁরা নিজেরা চিকিৎসা নিতে পারেন?

এই দেশের স্বাস্থ্যসেবা নীতিনির্ধারক’রা স্বাস্থ্যসেবা খাত বলতে মনে করে শুধু ‘‘ডাক্তার আর নার্স’’। চিকিৎসার যেকোনো সংকট সমাধানে তারা শুধু ‘‘ডাক্তার আর নার্স’’ নিয়োগ দেয়।
বাকীদের কোনো খবর নেই।
‘‘ডাক্তার-নার্স’’ ছাড়াও যে স্বাস্থ্যসেবা খাতে ফ্রন্ট লাইনের যোদ্ধা (ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলোজী, ডেন্টাল, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি) আছে এটা তাদের মনেই থাকে না। ফলে দেশের জনগণ সঠিক চিকিৎসা পাচ্ছে না।

বৈশ্বিক মহামারী (covid-19) করোনাকালীন দেশের চিকিৎসা ব্যবস্থার যে ভঙ্গুর পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে তা থেকে উত্তরণের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনায় এই সরকার অনতিবিলম্বে একটা ঘোষণা দিক এবং ক্ষমতাসীন দলের যারা আছেন বা সরকারে যারা আছেন, মন্ত্রীরা তাদের নিজ নিজ জেলার সরকারী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ বাধ্যতামূলক। এমপিরা তাদের নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা বাধ্যতামূলক। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যারা, তাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া বাধ্যতামূলক।
আর সচিব যারা, তারা তাদের নিজ নিজ জেলার সরকারী হাসপাতালে চিকিৎসা নেয়া বাধ্যতামূলক।

মন্ত্রী-এমপি-আমলা’রা যদি সরকারী হাসপাতালে চিকিৎসা নেয় তবে তাঁরা (ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলোজী, ডেন্টাল, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি) গুরুত্ব বুঝবে। তাঁদের ও দেশের জনগণের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে (ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলোজী, ডেন্টাল, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি) তাদের নিয়োগ দিবে।
এটা যদি করতে পারে তাহলে দেশের স্বাস্থ্য খাতের উন্নতি সম্ভব। তা না হলে বৈশ্বিক মহামারী (covid-19) করোনা’র ভয়বাহ যে থাবা বিস্তার হচ্ছে এটা ধীরে ধীরে কোথায় গিয়ে থামবে তা আমরা নিজেরাও বলতে পারবো না।

তাই দেশের স্বাস্থ্য খাতের উন্নতির জন্য মন্ত্রী-এমপিসহ সব জনপ্রতিনিধি ও আমলাদের নিজ নিজ এলাকায় চিকিৎসা গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানাই।

এস.এম.মাসুদুর রহমান (শুভ)
বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট।
টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ।

আপনার মতামত দিন :