প্রধানমন্ত্রীর কাছে মেডিকেল টেকনোলজিস্ট এর খোলা চিঠি Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট খোলা চিঠি…. আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজ না পেরে বাধ্য হয়ে আপনার কাছে খোলা চিঠি লিখছি। আমি জানি না, ঠিক কোন ঠিকানায় আর ফোন নাম্বারে আমি আপনাকে খুঁজে পাব। আর আমার এই খোলা চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা তাও জানিনা । তবুও লিখছি । মাননীয় প্রধাণমন্ত্রী, আপনার অবগতির জন্য জানাতে চাই বিগত ১১ বছরেরও বেশি সময় যাবত মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধ রয়েছে । উক্ত সময়ে অবসর ও মৃত্যুজনিত কারণে আরো বহু পদ শূণ্য হয়েছে । ডেঙ্গুর বিস্তার সহ বর্তমানে বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস ( কোভিড-১৯ ) সঙ্কটের কারণে রোগ নির্ণয়ে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট এর চরম অপ্রপতুলতা দেখা দিয়েছে । আপনি অবগত আছেন যে ল্যাব টেকনোলজিস্টগণ করোনা সহ সকল রোগের নমুনা সংগ্রহ ও ল্যাবরেটরী টেস্ট করে থাকেন । বর্তমানে খুব কম সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট সরকারি হাসপাতাল সমূহে কর্মরত রয়েছেন । তাছাড়া দীর্ঘ সময় নিয়োগ বন্ধ থাকার কারণে মেডিকেল টেকনোলজিস্টগণ মানবেতর জীবনযাপন করছেন । অনেক মেডিকেল টেকনোলজিস্ট বর্তমানে বেকার রয়েছেন । আবার অনেকে পেটের দায়ে বাধ্য হয়ে অত্যন্ত অল্প বেতনে বেসরকারি খাতে দৈনিক ১২-১৬ ঘন্টা ডিউটি করছেন । আমরা মেডিকেল টেকনোলজিস্টগন জাতির এই দুঃসময়ে সরকারের পাশে থেকে স্বাস্থ্য সেবা প্রদান করতে চাই । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ি ১ জন ডাক্তার : ৩ জন নার্স : ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট অনুপাতে থাকা অত্যন্ত জরুরি । মাননীয় প্রধাণমন্ত্রী, আপনাকে ছাড়া আমাদের আর্তনাদ শোনার মত আর কেউ নেই । আপনি বঙ্গবন্ধু কণ্যা । আপনি বিশাল মনের অধিকারি । আমি বিশ্বাস করি আপনি আমাদের আর্তনাদ বুঝতে পারবেন । আপনি ছাড়া আমাদের আর কেউ নেই । মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত । যে কোন সময় আপনার ডাক দিলে আমরা মেডিকেল টেকনোলজিস্টগণ করোনা মোকাবেলায় ঝাপিয়ে পড়বো । মাননীয় প্রধানমন্ত্রী, উপরিউক্ত আবেদনের প্রেক্ষিতে মেডিকেল টেকনোলজিস্ট এর স্থগিত নিয়োগ সহ শূন্য ও নতুন ১০,০০০ পদে এডহক ভিত্তিতে জরুরি নিয়োগ প্রদানে আপনার দিক নির্দেশনা কামনা করছি । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি । ইতি আবু হানিফা সুমন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের রেজিস্ট্রেশন নং ৩৬১৯৪ (২০১৫-২০১৬) মোবাইলঃ ০১৫১৮৪১৪১১৩, ইমেইলঃ [email protected] আপনার মতামত দিন : SHARES মতামত বিষয়: