মেডিকেল টেকনোলজিস্ট পদবী বিকৃত না করার জন্য মিডিয়ার নিকট অনুরোধ Emon Emon Chowdhury প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২০ বরাবরে পরিচালক ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিড়িয়া। বিষয়ঃ মেডিকেল টেকনোলজিস্ট পদবীকে বিকৃতি করন প্রসঙ্গে। আপনার পরিচালিত ইলেকট্রনিক/প্রিন্ট মিড়িয়ায় বিভিন্ন সময়ে আপনাদের অজান্তে করোনা মহামারি প্রতিরোধের ফ্রন্টলাইনযোদ্ধা জাতীর জাতীয় বীর যারা করোনা রোগির সর্বপ্রথম সংস্পর্শে গিয়ে চ্যাম্পল কালেকশন করে এবং পিসিআর ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট প্রদান করে তাদের পদবী সরকারি গেজেটেড মেডিকেল টেকনোলজিস্ট(চিকিৎসা প্রযুক্তিবিদ)নামকে বিকৃতি করে টেকনেশিয়ান বলে প্রচার করা হয়েছে বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিভিন্ন সময় আমরা আপনাদের পাঠক এবং রিপোর্টারকে নাম বিকৃতি না করতে ফোনে বা ম্যাসেজে বললেও তারা এই পর্যন্ত একবার ঠিক বললে আবার টেকনেশিয়ান বলে নাম বিকৃতি করতেই থাকে যেটা আমাদের পেশাজীবি হিসেবে হতাশ করে এবং কাজে ব্যাগত করে। দয়াকরে আপনার পরিচালিত ইলেকট্রনিক/প্রিন্ট মিড়িয়ায় যদি আমাদের সঠিক পদবী মেডিকেল টেকনোলজিস্ট নামটি সঠিক ভাবে প্রচার করেন আমাদের উৎসাহ লাগবে করোনা মোকাবেলায় কাজে অগ্রগতি হবে শতভাগ। তাই আপনার কাছে আকুল আবেদন দয়াকরে মেডিকেল টেকনোলজিস্ট নামটি টেকনেশিয়ান বলে বিকৃতি করবেন না এবং এটা মেডিকেল টেকনোলজিস্ট নাম নিশ্চিত করবেন বলে আশাবাদী। মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ। নিবেদক : শুয়াইবুল কবির ইফাদ সভাপতি বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট কক্সবাজার জেলা। আপনার মতামত দিন : SHARES মতামত বিষয়: