করোনা মোকাবেলায় প্রকল্পের ভিত্তিতে হলেও খুব দ্রুত ৫০০০ টেকনোলজিষ্ট নিয়োগ দেয়া প্রয়োজন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

বাংলাদেশে বিদ্যমান মেডিকেল টেকনোলজিষ্ট দের পদ সংখ্যা প্রায় ৪৫০০ (কম বেশি হতে পারে)।
শূন্য পদ ১০০০ থেকে ১২০০।
এ পদগুলোতে নিয়োগ দেয়া খুব জরুরি।
যে কোন কারনেই দীর্ঘদিন পদ গুলোতে নিয়োগ হয় নাই।

মামলা একটা বাধা। যদিও মামলা নিয়োগের জন্য প্রতিবন্ধকতা কিনা সেটা বিতর্কিত।
আর মামলা থাকলেও সরকার জনস্বার্থে নির্বাহী আদেশের মাধ্যমে দিতে পারলেও করোনার কারনে লক ডাউন পরিস্থিতিতে নিয়োগ বিধি অনুসরন করে হয়ত নিয়োগ প্রক্রিয়া (বিজ্ঞপ্তি, আবেদন, পরীক্ষা) সম্পন্ন সম্ভব নয়। প্রক্রিয়া সম্পন্ন করতে একটা নূন্যতম সময় লাগবে। আর নিয়োগ হলেও প্রায় বিশকোটি মানুষের দেশে সন্দেহজনক করোনা আক্রান্ত রোগির নমুনা সংগ্রহের জন্য এই জনবল নেহায়েত অপ্রতুল।

করোনা মোকাবেলার জন্য দেশের প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকে প্রকল্প ভিত্তিতে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ দেয়া যেতে পারে।
যে কোন প্রকল্প শুরু করা সময় সাপেক্ষ, কিছু আমলাতান্ত্রিক জটিলতা নিস্পত্তি করতে হয়। আপদকালীন এই প্রকল্পের গুরত্ব ও প্রয়োজনীয়তা মাননীয় প্রধানমন্ত্রী কে বুঝাতে পারলে তিনি নিশ্চয় প্রকল্পের জন্য অর্থ যোগানের দেবেন। প্রকল্পতে মেডিকেল টেকনোলজিষ্ট কাজ করলে রাজস্ব খাতের নিয়োগের কোন ক্ষতি হবে না। বরং প্রকল্পে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্ট রা ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠানে চাকরির থেকে ভালো থাকবে এবং তুলনামুলক বেশি উপার্জন করবে।

এ সুযোগ প্রসারিত হলে বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিষ্ট স্বাবলম্বি হবে, সমৃদ্ধ হবে। মেডিকেল টেকনোলজিষ্ট দের চাকরির সুযোগ বৃদ্ধির কারনে
ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাহিদা বৃদ্ধি পাবে
মেডিকেল টেকনোলজিষ্ট দের । স্বয়ংক্রিয় ভাবে প্রাইভেট সেক্টরে সম্মানিত হবে।
পাশাপাশি শূন্য পদগুলোর নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। রাজস্ব খাতে যারা চাকরি অর্জন করবে তারা চলে যাবে।

স্বাস্থ্য বিভাগে এ ধরনের অনেক প্রকল্প বিদ্যমান। যেমন টিবি লেপ্রসি কন্ট্রোল প্রোগ্রাম, ইমেন প্রকল্প, এম এন এইচ প্রকল্প, পি ফর পি প্রকল্প ইত্যাদি উল্লেখযোগ্য।
এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও কক্স বাজারে স্বাস্থ্য বিভাগীয় অনেক প্রকল্প চলমান।

প্রয়োজনীয়তার বিবেচনায় প্রকল্পগুলোতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে ধারাবাহিক ভাবে স্থায়ীও করা হয়।
করোনা মোকাবেলার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
৫০০০ মেডিকেল টেকনোলজিষ্ট কে নিয়োগ দিয়ে তাদের বেতন দেয়ার মতো সক্ষমতাও সরকারের আছে।

করোনা দুর্যোগ মোকাবেলার জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য মেডিকেল টেকনোলজিষ্ট দের প্রকল্প শুরু করে খুব দ্রুত ৫০০০ টেকনোলজিষ্ট নিয়োগ দেয়ার প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মাননীয় প্রধান মন্ত্রী কে দিলে পরিস্থিতি র বিবেচনায় তিনি অনুমোদন দেবেন বলে আমার বিশ্বাস।

মো: সামিউল বাশির

মেডিকেল টেকনোলজিস্ট

আপনার মতামত দিন :