মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

করোনার নমুনা সংগ্রহের জন্য নতুন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। তিনি বলেন, মাত্র ১০ থেকে ১২ দিনেই বিপুল সংখ্যক চিকিৎসক ও নার্সের বড় নিয়োগ একটি বিরল ঘটনা। খুব শীঘ্রই আমাদের আরও বেশকিছু টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। এসব নিয়োগ হলে দেশের স্বাস্থ্যসেবার মান নিঃসন্দেহে আরও বৃদ্ধি পাবে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনের অডিটরিয়ামে ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে দুই হাজার চিকিৎসকের পদায়ন শেষে অরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার কারণে কর্মশালায় ৪০ চিকিৎসক উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, নিউরোসার্জন বিশেষজ্ঞ ও বিসিপিএস-এর সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্যসেবা শাখার অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনাসহ অন্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় নবাগত চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ আর রাফি তামজীদ ও ডাঃ নাজিয়া হাসান জিনা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি সদ্য যোগদানকৃত চিকিৎসকদের উদ্দেশে বলেন, করোনার কারণেই আপনাদের নিয়োগ দেয়া হয়েছে। সেই অর্থে এই কোভিড আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোন ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছপা হবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দিবেন। কোভিডের মহামারীতে এত দ্রুত বিরাট সংখ্যক চিকিৎসক নিয়োগে দ্রুত অনুমোদন করায় মন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সৌজন্যে : দৈনিক জনকণ্ঠ।

আপনার মতামত দিন :